দিনাজপুর জেলা প্রতিনিধি ,খান মোঃ আঃ মজিদ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের বথ বারেয়া গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ধর্ষিত কিশোরী শিমু আক্তার (১৫) গত ২১ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পরিবারের দাবি, ধর্ষকের আত্মীয়-স্বজনের মানসিক নির্যাতন ও চাপে পড়ে শিমু আক্তার আত্ম*হননের পথ বেছে নিতে বাধ্য হয়। এ ঘটনার পর নিহতের মা আসামিদের ফাঁসি ও দ্রুত গ্রেফতারের দাবিতে বুক ফাটা আহাজারি করছেন।
এ ঘটনায় নিহত শিমু আক্তারের পিতা মোঃ সোহেল রানা বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি (নং-০৬, তারিখ: ২১-০৮-২০২৫) এ ৬ জনকে আসামী করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে বলে নিশ্চিত করেছে।
এদিকে ঘটনার তদন্তে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার ও এসআই মহুবর সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানা গেছে। তারা জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় এলাকায় এ ঘটনার পর ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত সকল আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
