দিনাজপুর প্রতিনিধি: খান মোঃ আঃ মজিদ
দিনাজপুরের দশমাইল এলাকায় তুলাফাম সামনে আজ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। অটো, মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটো ও মোটরসাইকেলের যাত্রীসহ প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এখন পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
