মাগুরা সদর উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ২২ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির আয়োজন করে খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগ কমিটি।
উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ২২ জন ডিলার নিয়োগের জন্য ১৭১টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১৬৫টি আবেদন লটারিতে অন্তর্ভুক্ত করা হয়। ফুড গ্রেইন লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্রে ত্রুটি থাকায় ৬টি আবেদন বাতিল করা হয়।
উন্মুক্ত লটারিতে ১৩ ইউনিয়ন থেকে নির্বাচিত হয়ে ২২ জন নতুন ডিলারের নাম ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণ পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, “প্রধান উপদেষ্টার অঙ্গীকার হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সেই লক্ষ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এতে জনগণ ন্যায্য মূল্যে খাদ্যশস্য পাবেন এবং কোনো ভোগান্তির সম্মুখীন হবেন না।”
মাগুরা জেলা খাদ্য পরিদর্শক অপূর্ব সরকার জানান, “আবেদন যাচাই-বাছাই যথাযথভাবে সম্পন্ন হয়েছে। যাদের কাগজপত্রে সমস্যা ছিল তাদের বাদ দেওয়া হয়েছে। বাকি যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে।”
উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। নতুন ডিলাররা ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের জন্য নির্ধারিত পরিমাণ খাদ্যশস্য সঠিকভাবে বিতরণ করবেন বলে আমরা আশা করছি।”
সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো সময় পর্যবেক্ষণে ছিল। লটারিতে কোনো ধরনের অনিয়ম ঘটতে দেওয়া হয়নি।
