ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, ৪ দোকানিকে অর্থদণ্ড

Doinik Kumar
আগস্ট ২১, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দরাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত প্রায় ২০০ কেজি পলিথিন শপিংব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট চার দোকানিকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ওই আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেলের দিকে গোয়ালন্দ পৌরশহর এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর আওতায় নিষিদ্ধ ঘোষিত প্রায় ২০০ কেজি পলথিন শপিং ব্যাগ জব্দ এবং অবৈধ ওই পলিথিন মজুদের দায়ে সংশ্লিষ্ট চার জনকে ওই আইনে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দকৃত ওই পলিথিন নিয়মানুযায়ী নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তর রাজবাড়ীর পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে সহায়তা করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গোয়ালন্দ ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।