নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
বাংলদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তি ও ফ্যাসিষ্ট আমলে তার বিরুদ্ধে আনিত সমস্ত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে চরভদ্রাসন উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা মিলে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এর আগে গত ১৮ আগষ্ট কৃষক দলের ওই নেতা শহিদুল ইসলাম বাবুল পল্টন থানার সাজাপ্রাপ্ত একটি মামলায় আপিলের জন্য ঢাকা সিএমএস কোর্টে আত্নসমর্পন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠান ।
তাই শহিদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে আনিত সমস্ত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে বুধবার বিকেলে চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় নেতা কর্মীরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর সদর বাজারের উন্মুক্ত ময়দানে এক সমাবেশ করেন। এ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা। সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেরা বিএনপি ও অংগ সংগঠনের নেতা মোঃ শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, গোলাম মোস্তফা, শুভ সালাউদ্দিন মোল্যা, জানে আলম, আসাদুজ্জামান কাঞ্চন, কামরুল হাসান ফিরোজ, পিএম কারুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ হাফিজুর রহমান ও আলামিন মোল্যা প্রমূখ। বক্তারা, অবিলম্বে শহিদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে আনিত সমস্ত মিথ্যা মামলা প্রত্যহারের জোর দাবী জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
