ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ী সদর হাসপাতাল খাবার মেন্যুতে খাসির মাংস-রুই-কাতলা, রোগীরা পান পাঙাশ-মুর‌গি

Doinik Kumar
আগস্ট ২০, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

নানা অনিয়মের অ‌ভিযোগে রাজবাড়ী সদর হাসপাতা‌লে অ‌ভিযান প‌রিচালনা করেছে দুর্নীতি দমন ক‌মিশন (দুদক)। অভিযানে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

বুধবার (২০ আগস্ট) দুপু‌র থে‌কে বিকেল ৪টা পর্যন্ত দুদক সম‌ন্বিত জেলা কার্যালয় ফ‌রিদপুরের সহকারী প‌রিচালক মো. মুস্তা‌ফি‌জের নেতৃত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

হাসপাতালের হিসাব শাখা, স্টোক, ওয়ার্ড ও রান্নাঘরসহ বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান প‌রিচালনা করে দুদকের টিম।

দুদক টিম জানায়, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের ওয়ার্ডসহ বি‌ভিন্ন স্থান পর্যবেক্ষণ করা হয়। এসময় দেখা যায়, রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না। সপ্তাহের পাঁচদিন পাঙাশ মাছ ও মুরগি দেওয়া হয়। অথচ খাবারের মেন্যুতে রয়েছে সপ্তাহে একদিন খাসির মাংসসহ কাতলা, রুই ও পাঙাশ। হাসপাতাল প্রাঙ্গণ অপরিচ্ছন্ন দেখা গেছে। কিছু ওষুধও কম পেয়েছে দুদক টিম।

ফ‌রিদপুরের সহকারী প‌রিচালক মো. মুস্তা‌ফি‌জ বলেন, আমরা প্রমাণাদি সংগ্রহ করেছি। এখন এগুলো পর্যা‌লোচনা করে ক‌মিশন বরাবর রি‌পোর্ট আকারে পাঠানো হবে।

এসময় দুদক সমন্বিত জেলা কার্যাল‌য়ের ফ‌রিদপুরের উপসহকারী প‌রিচালক কামরুল হাসান, সহকারী প‌রিদর্শক মো. শামীম উপ‌স্থিত ছিলেন

অ‌ভিযানের শুরুর দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপ‌স্থিত ছিলেন। পরে জরুরি এক‌টি অস্ত্রোপচারের কথা বলে সরে পড়েন।

তি‌নি ব‌লেন, ‌‘আমার জরুরি একটা অস্ত্রোপচার থাকায় দুদকের টিমের প্রধানকে বলে চলে এসেছি। তারা অভিযানে অনিয়ম পেলে আমাদেরকে বলুক, সমস্যা নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।