ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধুমতি নদীতে ভেসে বেড়াচ্ছে কুমির, সতর্কতায় প্রশাসনের মাইকিং

Doinik Kumar
আগস্ট ২০, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,  মাগুরা

মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে গত শনিবার বিকেলে বিশাল আকৃতির কুমিরের দেখা মিলেছে। কয়েক মিনিট ধরে ভেসে বেড়াচ্ছিল কুমির টি। নদীতে কুমিরের ভেসে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পড় জেলে এবং নদী পাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করেছিল।

এ বিষয়ে মৎসজীবি এবং এলকার মানুষ কে সচেতন থাকতে উপজেলা প্রশাসন রবিবার এবং সোমবার দুইদিন ব্যাপি মাইকিং করেছেন। এবং সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার মধুমতী নদীর সেতু সংলগ্ন এলাকা পরিদর্শন করে সাংবাদিক দের উপস্থিতিতে একটি ভিডিও বার্তা প্রদান করেছেন।

প্রতক্ষদর্শী মৎসজীবি এবং স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গত শনিবার বিকেলে মধুমতি নদীর সেতু সংলগ্ন দক্ষিণ পাশের্^ হঠাৎ করে বিশাল আকৃতির একটি কুমির ভেসে বেড়ায়। এ সময় দর্শনার্থীরা ভিডিও করে ছাড়লে মুহুর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই কুমিরটিকে দেখতে নদী পাড়ে কৌতুহলী মানুষের ভীড় জমতে শুরু করে। পাশাপাশি মৎসজীবি এবং নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়। তবে এখনো প্রর্যন্তু হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। তবে জন সচেতনতা বাড়াতে মহম্মদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুইদিন ব্যাপি মাইকিং করা হয়েছে।

মধুমতী নদীর মৎসজীবি নিত্ত মাঝি বলেন, ২৫ বছরের বেশী সময় ধরে এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি তবে কোনদিন কুমিরের দেখা মেলেনি। এবার নীজ চোখে এতবড় কুমির দেখে ভয় পেয়েছি।

নদী পাড়ের বাসিন্দা মোকলেস হোসেন বলেন, আমি নদীতে তখন গোসল করছিলাম, হঠাৎ কুমির কুমির চিৎকার শুনে তাড়াতাড়ি পাড়ে উঠে গিয়েছিলাম। আমি তখন কুমিরটি দেখতে না পেলেও পরে ভিডিও তে দেখেছি।

প্রতক্ষদর্শী স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে কুমিরটি আকৃতি ছিল বিশাল বড়। প্রাপ্ত বয়স্ক এই কুমিরটি লম্বায় অন্তত ১৫ ফুট এবং যথেষ্ঠ স্বাস্থ্যবান হবে।
মফজেল নামের এক স্থানীয় নদী পাড়ের বাসিন্দা বলেন, এই নদীতে কুমির দেখার অনেক গল্প শুনেছি। এবার বাস্তবে দেখলাম।

মধুমতী নদীতে কুমির আতঙ্কের পর থেকে মৎসজীবিরা প্রশাসনের মাইকিংয়ের গুরুত্ব দিয়ে অনেকটা সচেতনতার সাথে মাছ ধরছেন বলে জানিয়েছেন। এবং নদী পাড়ের মানুষের মধ্যে গোসল করাসহ নিত্য প্রয়োজনীয় কাজে নদীর ব্যবহার অনেকাংশে হ্রাস পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

উপরজলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, মধুমতী নদী কুমির ভেসে বেড়ানোর বিষয়টি জানতে পেরেছি এবং ভিডিও দেখে জনসচেতনার লক্ষে দুইদিন ব্যাপি মাইকিং করিয়েছি। এবং সোমবার বিকেলে আমি সেতু সংলগ্ন নদীপাড় পরিদর্শন করে মৎসজীবি এবং স্থানীয়দের সাথে কথা বলেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।