দিনাজপুর জেলা প্রতিনিধি ,খান মোঃ আঃ মজিদ
ভুক্তভোগী সাংবাদিক আঃ মজিদ খান অভিযোগ করেছেন, তাকে বারবার সান্ত্বনা মূলক আশ্বাস দিচ্ছে—“আজ ধরবো, কাল ধরবো।” কিন্তু কার্যত কোনো আসামিকেই গ্রেফতার করছে না।
দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ওসি জাহিদ হাসান সরকার, সেকেন্ড অফিসার ওয়াসিম, ওয়ারেন্ট অফিসার এসআই শঙ্কর এবং ওয়ারেন্ট অফিসার এসআই মহুবর— এ চার কর্মকর্তার দায়িত্বে থাকা সত্ত্বেও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, থানার কিছু অফিসার ওয়ারেন্টভুক্ত ১৩ আসামির পক্ষপাতী হয়ে প্রবীণ সিনিয়র সাংবাদিক আঃ মজিদ খানের উপর হত্যাচেষ্টা চালানোর সুযোগ করে দিয়েছেন।
ঘটনার বিস্তারিত
গত ৮ জুন ২০২৫, আনুমানিক বিকেল ৫টা ৩০ মিনিটে কলেজ রোড রেল ঘন্টি এলাকার মোজাম্মেলের চায়ের দোকান ও সাগরের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাম না জানা ২০–২৫ জন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে আক্রমণ চালায়। স্থানীয় কিছু সৎ মানুষ এগিয়ে এসে তাকে রক্ষা করেন এবং গুরুতর আহত অবস্থায় বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
কিন্তু হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উন্নত চিকিৎসা না দিয়ে শুধু কিছু ওষুধ, স্লিপ ও একটি মনগড়া সার্টিফিকেট থানার এসআই লিখন কুমার দাসের হাতে ধরিয়ে দেন। রাত একটার দিকে ইনজেকশন ও ওষুধ নেওয়ার পর কিছুটা সুস্থ হলে পরদিন তিনি ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান।
ভুক্তভোগীর অভিযোগ
আঃ মজিদ খান বলেন—
তার তিন কন্যা সন্তানকে মা বেঁচে থাকতে এতিম বানানো হয়েছে।
প্রধান আসামি আশা আক্তারসহ আরও ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও পুলিশ কার্যকর করছে না।
থানার অফিসার ইনচার্জের নিকট ১৩ জন আসামির বিরুদ্ধে ৮টি গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে।
আসামিদের তালিকা (১৩ জন)
১) মোঃ রুবেল খান (৩৩), পিতা আঃ মজিদ।
২) মোঃ সোহেল খান (৩১), পিতা আঃ মজিদ।
৩) মোছাঃ ইভা বেগম (২৮), স্বামী রুবেল খান।
৪) মোছাঃ লাবনী বেগম (২৫), স্বামী সোহেল খান।
৫) মোছাঃ সুখজান বেগম (৪৫), স্বামী মফিজুল ইসলাম।
৬) মোছাঃ আশা আক্তার।
৭) মোছাঃ লিপি আক্তার (৪৫), স্বামী লাইছুর রহমান।
৮) মোছাঃ রাশিদা আক্তার (২৮), স্বামী দেলোয়ার হোসেন।
৯) মোঃ নয়ন মিয়া (২৩), পিতা লাইছুর রহমান।
১০) মোঃ দেলোয়ার হোসেন (৩৭), শ্বশুর লাইছুর রহমান।
১১) মোঃ লাইছুর রহমান, পিতা মৃত মুফির উদ্দিন।
১২) মোঃ রাসেল (২২), পিতা আঃ মজিদ।
১৩) মোছাঃ আলো আর্জিনা বেগম (১৯), পিতা মোঃ আলম।
দায়েরকৃত মামলাসমূহ
১) সিআর নং ১৫১/২৪ – চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
২) সিআর নং ১৮৪/২৪ – পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
৩) নির্বাহী কোর্ট মামলা নং পি-৩৯৬/২৪ – ৫ জন আসামির বিরুদ্ধে ওয়ারেন্টের অপেক্ষায়।
৪) বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩, বিচার ফাইল নং ১২৯/২৩ – তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
৫) সিআর নং ৯০১/২৪ – পাঁচ জনের মধ্যে দুইজন জামিনে এবং তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
৬) সিআর নং ২৫৪/২৪ – দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
৭) সিআর নং ২৪৩/২৪ – তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
৮) নির্বাহী কোর্ট মামলা নং এমআর-১/২৫ – ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
৯) সিআর নং ৬৯/২৫ – দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
১০) সিআর নং ১৪৭/২৫ – ৮ জনের বিরুদ্ধে সমনের অপেক্ষায়।
উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ
আঃ মজিদ খান ইতোমধ্যে—
সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস মহোদয়,
স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ,
প্রধান পুলিশ পরিদর্শক ঢাকা মহোদয়,
রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়,
দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়,
সেনা কমান্ডার কেম–২৮ দিনাজপুর,
এদের সবার কাছে লিখিত অভিযোগ পাঠান।
সাংবাদিক ইউনিয়ন রেজিঃ ২৯৩৬ দিনাজপুর এখনে একবার সংবাদ সম্মেলন করেছেন
নিমতলা প্রেসক্লাব দ্বিতীয়বার সংবাদ সম্মেলন করেছেন।
“পুলিশ আসলে কেন আসামিদের গ্রেফতার করছে না?”
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায় কালের জেলা প্রতিনিধি সাংবাদিক আঃ মজিদ খান পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও অবিলম্বে আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
