ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় “লাইসেন্স ছাড়া ক্লিনিক চলবে না”–সভায় কঠোর হুঁশিয়ারি

Doinik Kumar
আগস্ট ২০, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, মাগুরা

মাগুরায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্তির অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার প্রশাসক মো. আব্দুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর মাগুরার পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মান ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথি মো. আব্দুল কাদের বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। লাইসেন্স হালনাগাদ ছাড়া কেউ ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালাতে পারবে না।”

বিশেষ অতিথি শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন, “সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া ছাড়পত্র দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি করে স্বাস্থ্যসেবা চালু রাখা যাবে না।”

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, “মাগুরার স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত তদারকি চলছে। রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে আইন মেনে পরিচালনা করতে হবে।”

সভায় জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরাও উপস্থিত থেকে মতামত তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।