ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে প্রাইভেটকারসহ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

Doinik Kumar
আগস্ট ২০, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের ঘটনায় সেলিম খান (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলী পাড়ার আব্দুর রব খানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলির পাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম খানকে গ্রেফতার করা হয়। এসময় তার বসতবাড়ি থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ২টি ওয়াকি-টকি, ২টি স্টিলের চাপাতি ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

ভুক্তভোগী আবু হানিফ রাজবাড়ি সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ৫ মে দুপুরে রাজবাড়ি সদরের আলাদীপুর থেকে ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকা তুলে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেটের কাছে কয়েকজন যুবক তার রিকশার গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে মাদক রাখার অভিযোগ তুলে অস্ত্র ঠেকিয়ে তাকে একটি প্রাইভেটকারে তুলে নেয়।

পরে তার হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ব্যাংক থেকে তোলা ১ লাখ টাকা এবং মানিব্যাগে থাকা আরও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর শহিদও হাব পুর আখ সেন্টারের পাশে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় আবু হানিফ গত ৮ মে রাজবাড়ি সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে সোমবার গ্রেফতার সেলিম খান আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন রাজবাড়ি ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।