ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা

Doinik Kumar
আগস্ট ২০, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, মধুখালী

ফরিদপুরের মধুখালীতে মুক্তিপণের টাকা না পেয়ে তামিম তালুকদার (১১) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপহরণের চার দিন পরে অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

গত সোমবার  রাত ১০টার দিকে কোড়কদী ইউনিয়নের বাঁশপুর এলাকায় বিলের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মুক্তিপণের ১৫ লাখ টাকা না পেয়ে তামিমকে হত্যা করে অপহরণকারী চক্র।

নিহত তামিম মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী মধ্যপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো: শামীম তালুকদারের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মাগুরার মোহাম্মাদপুর উপজেলার চুরারগাতি এলাকার খাদেম শেখের ছেলে তুহিন শেখকে (৩০) ও মাগুরা জেলা সদরের আমিরুল (২৫)।

জানা গেছে, গত ১৫ আগস্ট বিকেলে নিখোঁজ হয় শিশু তামিম তালুকদার। ওই দিন রাতেই ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় তার মা রিমা আক্তারের (২৮) কাছে।

এ ঘটনায় অজ্ঞাত ওই অপহরণকারীদের বিরুদ্ধে মধুখালী থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সোমবার রাতে ওই বাড়ির দিনমজুর তুহিন শেখকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে শিশু তামিমের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, ঘাতক তুহিন প্রায় এক বছর আগে দিনমজুর হিসেবে নিহত তামিমদের বাড়িতে কাজ করতে এসেছিল। এ সূত্র ধরে এলাকায় পরিচিতি গড়ে তোলে। প্রায় ১৫ দিন আগে আবারো এ গ্রামে এসে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে এবং ঘটনার দিন তামিমকে নিয়ে বের হয়।

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরো বাড়বে। এ ঘটনায় পরিবারও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার মা অপহরণের মামলা করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যমতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, শিশুটিকে অপহরণের পর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি হওয়ায় শ্বাসরোধ করে হত্যা করে বিলের পানিতে ফেলে দেয়া হয়। ধারণা করা হয়, দু’দিন আগেই হত্যা করা হয়। বিষয়টি নিয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।