ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংসার ভাঙতেও কোটি কোটি টাকা খরচ তাদের

Doinik Kumar
আগস্ট ১৯, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বলিউডে বিচ্ছেদ খুবই সাধারণ বিষয়। কিছুদিন পর পরই ভক্তদের মন ভেঙে ঘর ভাঙে কোনো না কোনো তারকা দম্পতি। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কোটি টাকা খরচ করে যেমন বিয়ে হয় বলিউড তারকাদের, তেমনি তাদের বিচ্ছেদেও খরচ হয় কোটি কোটি টাকা। বলিউডে এমন ব্যয়বহুল অনেক বিচ্ছেদ রয়েছে।

হৃতিক রোশন ও সুজান খান
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন ও খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান ছিলেন শৈশবের প্রেমিক-প্রেমিকা। তারা ২০০০ সালে বিয়ে করেন।

আমির খান ও রীনা দত্ত
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন।

 

5

আদিত্য চোপড়া ও পায়েল খান্না
বলিউডের প্রভাবশালী নির্মাতা আদিত্য চোপড়া প্রথম ২০০৯ সালে বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে।

আরবাজ খান ও মালাইকা আরোরা
সালমান খানের ছোট ভাই আরবাজ খান ১৯৯৮ সালে অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরাকে বিয়ে করেন। তারা বলিউডের অন্যতম স্টাইলিশ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০১৬ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এ বিচ্ছেদ থেকে মালাইকা পান প্রায় ১৫ কোটি টাকা।

কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর
খ্যাতনামা কাপুর পরিবারের কারিশমা কাপুর ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তবে দাম্পত্য কলহের জেরে ২০১৪ সালে তারা আলাদা হয়ে যান। আলোচিত এ বিবাহবিচ্ছেদে কারিশমা পেয়েছিলেন প্রায় ১৪ কোটি টাকার বন্ড, মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়ি এবং সন্তানের দেখাশোনার জন্য বড় অঙ্কের অর্থ।

5

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই
সঞ্জয় দত্তের দ্বিতীয় স্ত্রী ছিলেন মডেল রিয়া পিল্লাই। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০০৮ সালে। শোনা যায়, রিয়াকে সঞ্জয় একটি বড় অঙ্কের অ্যালিমনি দেন। জানা যায় ৮ কোটি টাকার পাশাপাশি মুম্বাইয়ের দুটি সমুদ্র-তীরবর্তী ফ্ল্যাট ও একটি গাড়ি দেন, যাতে রিয়া আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।