নিজস্ব প্রতিবেদক , ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টার দিকে তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল থেকেই বিলের একটি পুকুর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে বস্তাবন্দি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, লাশটি পচে-গলে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে যুবককে হত্যা করা হয়েছে। তার গলা, পেটের ভূড়ি ও পায়ের গোঁড়ালি কাটা ছিল। পেটে ও কোমরে ভারি বস্তা দিয়ে লাশটি বিলের একটি পুকুরে ডুবিয়ে রাখা হয়। পরে লাশ পচে গিয়ে ভেসে উঠায় স্থানীয়দের চোখে পড়ে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
