নিজস্ব প্রতিবেদক , সদরপুর
ফরিদপুর সদরপুরে নিখোঁজের চার দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ আগস্ট) সকালে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের তাড়াইল এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম শেখ রেদোয়ান (২৭)। তিনি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি এলাকার প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে।
তিনি গাজীপুরের একটি বেসরকারি কলেজে বিএসসি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (১৩ আগস্ট) বিকাল ৫টার সময় বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বাইরে যায় রেদোয়ান। এরপরে আর বাড়ি ফিরে আসেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এরপর তার মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ রবিবার সকালে ভাঙ্গা উপজেলার তাড়াইল এলাকার একটি ডোবায় তার মরদেহ পাওয়া যায়।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
তদন্ত শেষে রহস্য উদঘাটন করা যাবে।
