ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে বিএনপি নেতার হামলায় ইতালী প্রবাসী আহত

Doinik Kumar
আগস্ট ১৭, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক , রাজবাড়ী

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতা পিতা-পুত্রের নেতৃত্বে হামলায় ইতালীয় প্রবাসী মো. মাসুম শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন। থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মাসুম বালিয়াকান্দি হাসপাতাল এলাকার সামাদ শেখের ছেলে।

রাজবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন ইতালীয় প্রবাসী মাসুম শেখ জানান, তিনি ২০০৭ সাল থেকে ইতালিতে আছেন। তাঁর স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা থাকাকালীন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তাঁকে উত্যক্ত করতেন। এ বিষয়ে থানায় মামলাও হয়েছিল। পরে তাঁর স্ত্রী বালিয়াকান্দি থেকে ফরিদপুরে বদলি হয়ে চলে যান এবং মামলাটি প্রত্যাহার করেন। মাসুম শেখের অভিযোগ, শিবলু বিভিন্ন সময় তাঁর কাছে টাকা দাবি করতেন এবং এ বিষয়ে থানায় জিডিও করা হয়েছিল।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে ইতালি থেকে দেশে আসার পর শুক্রবার বালিয়াকান্দিতে জুমার নামাজ পড়ে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু, তাঁর ছেলে শিবলুসহ কয়েকজন তাঁর কাছে এসে ১০ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। মাসুম শেখের দাবি, থানা পুলিশ তাঁকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে। তিনি থানায় মামলা দিতে চাইলেও মামলা গ্রহণ করা হয়নি। পরে সন্ধ্যায় থানা পুলিশ তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মাসুম শেখ জানিয়েছেন, তিনি এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং তাঁদের চাহিদা পূরণ না করায় তিনিসহ তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, একটি ফোন পেয়ে দ্রুত ইতালীয় প্রবাসীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।