নিজস্ব প্রতিবেদক , চরভদ্রাসন
ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বরেছেন, “সামাজিক প্রতিরোধ গড়ে তুলে পুলিশ জনত একসাথে কাজ করলে সমাজ থেকে মাদক মুক্ত করা সম্ভব। পুলিশ হবে জন কল্যানমুখি। সন্ত্রাস দমন, মাদক নির্মূল, চুরি-ডাকাতি রোধ ও দখলদারিত্ব রোধে পুলিশ সমাজের অগ্রনি ভুমিকা পালন করে থাকেন। তিনি বলেন, পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে জনগণেরও ব্যাপক ভুমিকা রয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিতকরন, মাদক নিয়ন্ত্রনে তথ্য সরবরাহ করন ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে স্থানীয় জনতা পুলিশকে জন কল্যানমুখি বাহিনী হিসেবে গড়ে তুলতে পারেন। তিনি আরও বলেন, যেকোনো মাদক ব্যাবসায়ীকে হাতেনাথে ধরে পুলিশে সোপার্দ করা প্রত্যেকের নাগরিক অধিকার। সমাজে মাদককে জিরো ট্রলারেন্সে ফিরিয়ে আনতে আইনীভাবে জনগণের কাছে মাদক সেবনকারীদের গ্রেফতারের ক্ষমতা দেওয়া আছে। আইনটি অনেকে জানেন বা না জানেন জনগণ ইচ্ছে করলে মাদক ব্যাবসাীয় বা সেবনকারীদের গ্রেফতার করে পুলিশের হাতে সোপার্দ করতে পারেন। তাই পুলিশ ও জনতা দুরত্ব কমিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে তিনি মাদক মুক্ত সমাজ গড়া জন্য সকলের প্রতি আহবান জানান।
শনিবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন থানায় আয়েজিত ওপেন হাউজ ডে সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল আজমীর হোসেন এসব কথা বলেন। এ ওপেন হাউজ ডে’র সভাপতিত্ব করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান। সভাটি সঞ্চালনা করেন চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, স্থানীয় বিএনপি নেতা ও অংগসংগঠন নেতা মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, মোঃ শাহজাহান শিকদার, এজিএম বাদল আমিন, মঞ্জুরুল হক মৃধা, শেখ আঃ কুদ্দুস, ওবায়দুল বারী দীপু, মোস্তফা কবির, আসাদুজ্জামান কাঞ্চন, পিএম কামরুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, সাইদুর রহমান, খলিলুর রহমান, জামায়াত ইসলামী নেতা মোঃ কাউছার খান, শেখ সুলাইমান, এনসিপি নেতা মোঃ নান্নু বেপারী, শিক্ষক এনামুল কবির, আব্দুল কাদের ব্যাবসায়ী আলমগীর হোসেন সাগর ও স্থানীয় জনতা মোঃ মোকছেদ মোল্যা প্রমূখ। এ ওপেন হাউজ ডে সভার বক্তারা মাদক, সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।
