ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সহিংসতা : ঘটনাস্থলে মন্ত্রিপরিষদের তদন্তদল

Doinik Kumar
আগস্ট ১৪, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জগত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ও পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করছে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে গঠিত বিশেষ তদন্তদল।

(১২ আগস্ট)মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং  বুধবার (১৩ আগস্ট) বিকেল পর্যন্ত তদন্ত করে দলটি। দলের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করেন তারা।

তদন্তদল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্থান, ইউএনওর গাড়িতে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর, জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়, জুলাই শহীদদের স্মরণে স্থাপিত শহীদ স্মৃতি ফলকের স্থান, এনসিপির পথসভাস্থল, পুলিশ সুপারের কার্যালয়সহ সহিংসতা হয়েছিল—এমন স্থানগুলো পরিদর্শন করে। দলের সদস্যরা এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করেন।গত মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তদন্তদলের প্রধান সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক প্রেস ব্রিফিং করেন।

সেখানে তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করেছি। তদন্ত শেষে আমরা প্রতিবেদন সরকারের কাছে জমা দেব এবং সরকার তা প্রকাশ করবে।এ সময় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেন, ‘আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের কাজ চলমান, আগামীকালও আমরা এ বিষয়ে কাজ করব।

সাংবাদিকরা আমাদের তথ্য দিতে চাইলে সহযোগিতা করতে পারেন।’ এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।এদিকে,  বুধবার গোপালগঞ্জ সার্কিট হাউসে রাজনৈতিক নেতাসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে ওইদিনের ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরে বিকেলে কমিটির সদস্যরা ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ত্যাগ করেন।

সারা দেশে পদযাত্রা ও পথসভা কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই গোপালগঞ্জে আসেন এনসিপির নেতারা।

এনসিপি নেতারা পৌরপার্কে পৌঁছালে তাদের গাড়িবহরে হামলা করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যে পুরো গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন, যার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও সাংবাদিকরাও রয়েছেন।

এসব ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলাসহ ১৬টি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।