নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিম খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার, সাংবাদিক, যুব উদ্যোক্তা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
উদ্বোধনীতে প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান। শেষে প্রশিক্ষিত যুবক ও যুবতীদের মাঝে ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও ব্যাগ বিতরণ করা হয়।
দিবসটি উদযাপনের মাধ্যমে প্রযুক্তি নির্ভর যুব সমাজের ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা গড়ে তোলার লক্ষ্য প্রতিষ্ঠিত হয়েছে।
Leave a Reply