নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংবাদিক সমাজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন। এতে এলাকার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব আরোপ করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনের শেষে এক মিনিট নীরবতা পালন করে নিহতের বিদ্বেষী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
Leave a Reply