বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শিক্ষকের জীবনমান উন্নয়ন ও একীভূত শিক্ষা কাঠামো : টেকসই শিক্ষাব্যবস্থায় অতীব জরুরি  যুব দিবসে প্রযুক্তিনির্ভর যুবশক্তির বিকাশে একসঙ্গে কাজের আহ্বান চরভদ্রাসনে সাংবাদিক তুহিন হত্যা মামলায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ সমাপ্ত মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সদরপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৫ জনের বিরুদ্ধে মামলা উত্তাল পদ্মায় ঝুঁকি নিয়ে নদী পার হয় রাজবাড়ীর চরাঞ্চলের হাজারো মানুষ নড়াইলে চাঁদা না দেওয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম অপকর্ম দেখে ফেলায় শ্বাসরোধে হত্যা করা হয় সোয়েবকে

ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ সমাপ্ত

  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯.৩৯ এএম
  • ১১ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, মধুখালী

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে সদরদপ্তর ও বিভিন মিল /প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন বিশেষ প্রশিক্ষণ শনিবার হতে শুরু হয়ে মঙ্গলবার বিকালে শেষ হয়েছে।
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বাস্তবায়নে চিনিকলের প্রশিক্ষণ ভবনে শনিবার হতে শুরু হওয়া এবং মঙ্গলবার ১২ আগস্ট শেষ হওয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ভাচুর্য়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক(বাণিজ্যিক) ও পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম। মঙ্গলবার বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চীফ অব পার্সোনাল শাহ্রীনা তানাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ। কোর্স পরিচালনা করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভাঃ মহাব্যবস্থাপক( ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ ) সেলিনা আক্তার। প্রশিক্ষক ছিলেন সদরদপ্তরের ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আসিফ মামুন। জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, পিপিএ—২০০৬, পিপিআর—২০০৮ এ বিধান, দরপত্র মূল্যায়ন, অনুমোদন চুক্তিকরণ সম্পর্কিত, পিপিআর—২০০৮ অনুসরনে টেন্ডার আহবান পদ্ধতি, বাছাইকরণ,তুলনামূলক বিবরনী প্রস্তুকরণ, কার্যাদেশ প্রদান ও মালামাল সংগ্রহের ব্যবস্থাপনা বিষয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফরিদপর চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি)মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার,মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা, উপমহাব্যবস্থাপক(ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল,ব্যবস্থাপক(পরিঃপ্রকৌ), সহঃব্যবস্থাপক পুরবী বেগমসহ প্রশাসন বিভাগের কর্মকর্তা ৩০জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপব্যবস্থাপক(ল্যাব) প্রলয় কুমার সাহা। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION