ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Doinik Kumar
আগস্ট ১৩, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, সদরপুর

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত জাতীয়তাবাদী দলের বর্ষীয়ান নেতা চৌধুরী আকমল ইবনে ইউসুফের কর্মময় জীবনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ৩৩ নং ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আকমল ইবনে ইউসুফের জামাতা ও ফরিদপুর-৪ আসনের এমপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি এম এম হুসাইন।

আলোচনা সভায় বক্তারা মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের রাজনৈতিক দূরদৃষ্টি, জনকল্যাণমূলক কাজ ও এলাকার উন্নয়নে তাঁর অবদান তুলে ধরেন। বক্তারা বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, বরং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এক মানবিক নেতা ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এম হুসাইন বলেন, চৌধুরী আকমল ইবনে ইউসুফের অসমাপ্ত কাজগুলো আমি সম্পন্ন করার চেষ্টা করব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণই আমার প্রধান অঙ্গীকার।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর মোল্যার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো: মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম বাবু মোল্যা, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ খান, বিএনপি নেতা সাহা জামান সাহেব প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।