ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চাঁদা না দেওয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Doinik Kumar
আগস্ট ১১, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াই

নড়াইলের নড়াগাতি থানার মহাজন বাজারে চাঁদা না দেওয়ায় শংকর কুমার দাস (৫৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গত রবিবার (১০ আগস্ট) দুপুরে মহাজন বাজারে এ ঘটনা ঘটে। আহত শংকর কুমার দাস মহাজন এলাকার প্রথমনাথ দাসের ছেলে এবং দীর্ঘদিন ধরে ‘শাপলা স্টুডিও’ নামে একটি ফটোস্টুডিও পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকারী ইয়াছিন মোল্লা, এরশাদ শেখ, ঝন্টু সাহা ও একরাম নামের চারজন শংকর কুমার দাসের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ সমায়  তাকে বাঁচাতে এগিয়ে গেলে ভাতিজা আকাশ দাস ও অনিতস দাসকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শংকরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।