ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে নদী থেকে বালু উত্তোলন, মামলা

Doinik Kumar
আগস্ট ১১, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক সদরপুর

গত রোববার (১০আগস্ট) রাতে সদরপুর থানায় তাদের বিরুদ্ধে আকোটেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিত্য গোপাল চক্রবর্তী বাদী হয়ে মামলা করেন।

মামলায় আসামি হিসেবে রয়েছেন- সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের কাজল বেপারী(৫০), গণেশ (৪৮), আরিফ ফকির (৩৮), হুমাই ফকির (৫২), কামরুল ইসলাম (৫৪)। তারা সবাই একই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে দেখা যায়, সদরপুর উপজেলার ৩৪ নং আকোটেরচর মৌজাধীন ওসমান কাজীর ডাঙ্গী এলাকায় দীর্ঘদিন যাবৎ খাল ও ফসলি জমি হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু ও মাটি উত্তোলন করে যাচ্ছেন আসামিরা।

মামলার বাদীর অভিযোগ, এলাকাটি পদ্মার তীরবর্তী ও ভাঙন প্রবণ হওয়ায় বালু ও মাটি উত্তোলনের ফলে নদী ভাঙন বৃদ্ধিরসহ এলাকার ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে।

বিষয়টি তার দৃষ্টিগোচর হলে তার অফিসের অফিস সহায়ক মো. জাহাঙ্গীর মিয়াকে সঙ্গে নিয়ে একাধিকবার সরেজমিনে গিয়ে বর্ণিত অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীগণকে বালু ও মাটি উত্তোলন করতে মৌখিকভাবে একাধিকবার নিষেধ করেন।

আসামিরা তাদের কথায় কর্ণপাত না করে বালু ও মাটি উত্তোলনের কার্যক্রম অব্যাহত রাখার কারনে ১০ আগস্ট দুপুর তিন’টার দিকে সদরপুর থানায় এজাহার দায়ের করে নিত্য গোপাল চক্রবর্তী।

উল্লেখ্য, বালু ও মাটি উত্তোলনের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বর্ণিত তারা আইন বর্হিভূতভাবে বালু ও মাটি উত্তোলন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।