ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: আটক ৩

Doinik Kumar
আগস্ট ১১, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, মাগুরা

মাগুরায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের শরিয়ত মোল্লার সঙ্গে একই গ্রামের আলতাফ হোসেনের সামাজিক বিরোধ ছিল। রোববার সকালে আলতাফ হোসেনের বাড়ি থেকে সাত হাজার টাকা হারিয়ে যায়। সন্ধ্যায় চোর সন্দেহে শরিয়ত মোল্লার ছেলে সজল হোসেনকে ধরে নিয়ে আলাইপুর স্কুল মাঠে নিয়ে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে স্থানীয়রা আহত অবস্থায় সজল মোল্লাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সজল মোল্লা মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ওসমান গনি বলেন, গতকাল রাতে এক যুবক আহত অবস্থায় হাসপাতালে আসে। ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আলাইপুর স্কুল মাঠে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহটি মাগুরা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।