ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৫ টাকা কেজিদরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

Doinik Kumar
আগস্ট ১১, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে ১৫ টাকা কেজিদরে চাল পাবে ৫৫ লাখ পরিবার। এ উপলক্ষে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউসে খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই চার মাস টানা চলবে এই কর্মসূচি। এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারির পর আরো দুই মাস এই কর্মসূচি চলবে।’ তিনি বলেন, ‘এই কর্মসূচিতে ছয় মাসের জন্য লাগবে ১০ লাখ মেট্রিক টন চাল। প্রয়োজন হলে বিদেশ থেকে ৪ লাখ টন চাল ইনপুট (আমদানি) করা হবে।’

বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে খাদ্য উপদেষ্টা বলেন, ‘কৃষক পর্যায়ে ১ কেজি চাল উৎপাদন করতে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এ ছাড়া নিম্নবিত্ত ভোক্তাদের জন্য আরো কম মূল্যে চাল ক্রয়ের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গতবছর ৫০ লাখ সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে।’  অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন আক্তার, বিভাগীয় ও জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।