রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

প্রভাবশালীর হস্তক্ষেপে থমকে গেছে ভবনের ছাদ নির্মাণ কাজ

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯.৪৯ এএম
  • ২৩ জন সংবাদটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর শহরের নিলটুলিস্থ মুজিব সড়কের পাশে ১১৮ নম্বর মৌজার ৭২৭ দাগের দুখিরাম পাশমানের একটি ভবনের ৫ম তলার ছাদ নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষায়, দলীয় প্রভাব বিস্তার করে সংখ্যালঘু দুখিরাম পাশমানের ভবনের নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে পাশ্ববর্তী মৃত. আহমদ আলীরে ছেলে সাগর খাঁনের বিরুদ্ধে। অভিযোগকারী দুখিরাম পাশমানের মেয়ে গঙ্গা রাণীর। তিনি অভিযোগ করে বলেন- দলীয় প্রভাব খাটিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে আমাদের বৈধ নির্মাণকাজ বন্ধের চেষ্টা করা হচ্ছে। গঙ্গা রাণীর ভাষ্যমতে, “আমার বাড়ির সব কাগজপত্র, নকশা ও অনুমোদন যথাযথ রয়েছে। পূর্বেই ফরিদপুর পৌরসভা থেকে অনুমতি নিয়ে আমরা ছাদ নির্মাণ শুরু করি। হঠাৎ সাগর খাঁন এসে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আমাকে কাজ বন্ধ করতে বলেন। এমনকি ভবিষ্যতে সমস্যা হবে বলে হুমকিও দেন।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন সাগর খাঁন। তিনি বলেনÑ “আমি কোনো রাজনৈতিক প্রভাব খাটাইনি। দুখিরাম পাশমান যেভাবে নির্মাণ করছেন, তাতে আমাদের মনে হয়েছে তাদের জমির মধ্যে আমাদের ৩ ফুট জায়গা আছে। এই অভিযোগগুলো ওদের মনগড়া। কারণ বিগত সরকারের আমলে আমাদের ওপর ওরা নির্মম অত্যাচার করেছে। এই জমির ব্যাপারে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে থানায় পর্যন্ত ধরিয়ে দিয়েছে। ওরা অধিকাংশ আওয়ামীলীগের পদধারী।  তাই তাদের বিনয়ের সাথে বলেছি। কারও ব্যক্তিগত বা রাজনৈতিক আক্রোশে নয়।”
তবে স্থানীয় সূত্রে জানা গেছে,  আহমেদ আলী তিনি ভবন নির্মাণের সময় তার ভবনের আশে পাশে কোন প্রকার জায়গা রাখেননি। বরং ২য় তলার ছাদে তিনি ৫ইঞ্চি বাড়িয়ে তার ভবনের কাজ করেছেন। যা পৌর ভবন আইনের বাইরে। বিষয়গুলো প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের নজরে রাখা উচিত বলে মনে করেন স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে ফরিদপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী কেউ বৈধ কাগজপত্র ও অনুমতি নিয়ে নির্মাণ করলে তা বন্ধে কেউ বাধা দিতে পারে না। তবে অভিযোগ থাকলে তা লিখিত আকারে পৌরসভায় জমা দেয়ার অনুরোধ জানানো হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা ছড়ালেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION