নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের যৌনপল্লীর যৌনকর্মীর সন্তানদের মধ্যে জন্মসনদ দেয়া শুরু করেছে ফরিদপুর পৌরসভা। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান শাপলা মহিলা সংস্থার উদ্যোগে।
ওই সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ ফরিদপুর শহরের রথখোলা ও ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিএনবি ঘাট এলাকায় অবস্থিত দুটি যৌনপল্লির যৌনকর্মীর ৩৫জন শিশুর হাতে এ জন্ম সনদ তুলে দেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন।
শাপলা মহিলা সংস্থা সুত্রে জানা গেছে, ফরিদপুরের এ দুটি যৌনপল্লীতে ৩৮৯ জন যৌনকর্মী রয়েছে। তাদের শিশু সন্তান রয়েছে ২৯৬টি । এদের মধ্যে অনেকেরই জন্ম নিবন্ধন করতে না পারায় স্কুলে ভর্তি জটিলতায় ভুগছিল।এ জন্ম সনদ বিতরণের মধ্যে দিয়ে এ সংক্রান্ত এরপর ৩ পৃষ্ঠায় দেখুন।
জটিলতার অবসান হবে।
বাবার নাম পরিচয় ছাড়াই বিশেষভাবে এই জন্মসনদ তৈরি করে স্থানীয় সরকার বিভাগ। যা ফরিদপুর পৌরসভার মাধ্যমে বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এই জন্মসনদের মাধ্যমে সকল নাগরিক সুবিধা ভোগ করবে। এছাড়া তাঁদের সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, দ্যা ফ্রিডম ফান্ড’র বাংলাদেশের প্রতিনিধি খালেদা আক্তার, শাপলা মহিলা সংস্থার উপ নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী প্রমুখ।
Leave a Reply