রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

 ফরিদপুরে আপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯.৪৩ এএম
  • ১৫ জন সংবাদটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক
‘একটি জাতি কতটা সভ্য তা নির্ভর করে শিক্ষকদের মযাদা দেওয়ার উপর। দেশের মেরুদন্ড ঠিক রাখতে হলে শিক্ষকদের ভালো রাখতে হবে। শিক্ষকরা আর্থিক সামাজিক ভাবে মযাদা না পেলে সে জাতি শিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করতে পারে না।’
ফরিদপুরে আপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মানান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলি বলেন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সদস্য সচিব প্রবীণ শিক্ষক শেখ আব্দুস সামাদ।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর জিলাস্কুল মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
শেখ আব্দুস সামাদ তার জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আমাদের এরপর ৩ পৃষ্ঠায় দেখুন।
এক অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়িতে এক প্রাক্তন ছাত্র গিয়েছিলেন দেখা করতে সাথে নিয়ে গিয়েছিলেন দুই কেজি মিষ্টি। ওই মিষ্টি দেখে স্যার বলেছিলেন, দুই কেজি মিষ্টি না এনে দুই কেজি চাল নিয়ে এলে আমার অনেক উপকার হতো। কথাগুলো বলতে বলতে অশ্রুসিক্ত হয়ে পড়েন শেখ আব্দুস সামাদ।
আলোচনায় অংশ নিয়ে ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ বলেন, আমার জীবনে অনেক প্রিয় শিক্ষক রয়েছেন।
মাদ্রাসায় ছিলেন, স্কুলে ছিলেন কলেজে ছিলেন। তাদের কাছে আমার জীবনের ঋণ ভোলার নয়।
প্রবীন শিক্ষক ও সাহিত্যের ফেরিওয়ালা হিসেবে খ্যাত অধ্যাপক আলতাফ হোসেন বলেন, বাবা ও মায়ের সাথে ছেলে-মেয়েদের সম্পর্ক যেমন অবিচ্ছেদ তেমনি অবচ্ছেদ্য সম্পর্ক  শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে।
তিনি আপিডিসি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে বলেন, এ বছর যারা প্রিয় শিক্ষক হিসেবে নির্বাচিত হবেন তাদের জীবন কথা এবং নির্বাচিত হওয়ার পর তাদের আবেগ অনুভুতি নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করা গেলে তা অন্যান্য শিক্ষকদের জেন্য একটি অকর গ্রন্থ হয়ে থাকবে।
ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি (সনাক) শিপ্রা রায় বলেন, দেশে শিক্ষা নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলে। এক সরকার আসে নতুন নতুন  শিক্ষা কমিশন করেন পাল্টে দেন শিক্ষার কারিকুলম। শিক্ষার্থীদের এই গিনিপিক দশা থেকে উদ্ধার করা জরুরী। পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রে বাজেট বাড়ানোর প্রস্তাব করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লা আল মামুন, ফরিদপুর জিলা  স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক অমল কুমার সাহা, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্লাস্ট্রের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রবীর কান্তি বালা। উদ্বোধনী বক্তব্য দেন আপিডিসি ফরিদপুরের শাখা ব্যবস্থাপক রিজভী আহমেদ।
সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনি বক্তব্য দেন আইপিডিসির হেড অফ ডিস্টিবিউশন মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানের মাঝে ‘মজুমদার স্যার’ ও ‘আকতার স্যার’ শিরোনামে দুটি ভিডিও প্রদর্শন করা হয়।
জাতীয় সংগীদ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে গত ২১ জুলাই ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে টট্রাজেডিতে নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION