রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

বালিয়াকান্দি কিশোর বিজ্ঞানীর চমক-নিজ হাতে বানাল উড়ন্ত প্লেন

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯.৩৭ এএম
  • ১৩ জন সংবাদটি পড়েছেন
সমীর কান্তি বিশ্বাস, বালিয়াকান্দি
বিজ্ঞানী হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিল রাজবাড়ীর বালিয়াকান্দির স্কুলছাত্র রাহুল শেখ। নিজের হাতে বানানো একটি প্লেন সফলভাবে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের। রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল শেখ দরিদ্র পরিবারের সন্তান। বাবা শামসুর রহমান দিনমজুর, বড় ভাই প্রবাসে। ছোটবেলা থেকেই রাহুল বিমানের প্রতি অদম্য কৌতূহল বোধ করত-প্লেন কীভাবে চলে, আকাশে কীভাবে ভেসে থাকে, এসব প্রশ্নই তার মনে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন বুনে দেয়।
গত ৬ আগস্ট বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষকদের উপস্থিতিতে রাহুল নিজের হাতে তৈরি প্লেনটি আকাশে ওড়ায়। বাহ্যিক নকশায় প্লেনটির আদলে ফুটে উঠেছে বাংলাদেশ বিমানের রূপ। উড্ডয়নের দৃশ্য দেখে বিস্মিত হন শিক্ষক-শিক্ষার্থী সবাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুজ্জামান শেখ বলেন, “রাহুল শেখ আমাদের গর্ব। তার হাতে তৈরি প্লেন আকাশে উড়তে দেখে আমরা অভিভূত। এই প্রতিভা বিদ্যালয়ের মর্যাদা আরও বাড়িয়েছে। আমরা বিশ্বাস করি, রাহুল একদিন দেশের সেরা বিজ্ঞানীদের একজন হবে।”
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমেদ আলী মন্তব্য করেন, “নবম শ্রেণির ছাত্র হয়েও রাহুল যে সৃজনশীলতা দেখিয়েছে, তা সত্যিই অনন্য। এমন শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যতের আশার আলো।”
প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়েও অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে রাহুল প্রমাণ করেছে-স্বপ্ন পূরণের পথে দারিদ্র্য কোনো বাধা নয়। এখন পুরো এলাকায় তার এই কৃতিত্ব নিয়ে গর্বের জোয়ার বইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION