ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন

Doinik Kumar
আগস্ট ১০, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার সময় প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধা ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করে ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা। এই কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়।
ফরিদপুর প্রেসক্লাবের  সভাপতি  কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল,    শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলা নির্যাতন ও মামলা দেয়া হয়। গাজীপুরে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে  নির্মমভাবে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে, আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে  যত দ্রুত সম্ভব গ্রেফতার করার আহবান জানাই সরকারের কাছে ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন এরপর ৩ পৃষ্ঠায় দেখুন।
করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দুঃখজনক।বিগত দিনে ফ্যাসিস্ট  সরকারের আমলে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হয়েছে। আজও দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের  নির্যাতন শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে । অবিলম্বে এ সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এছাড়া সারাদেশের সাংবাদিকের নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট  জোর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।