নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরে টানা বৃষ্টিতে পশ্চিম আলীপুর ও অম্বিকাপুরের নীচু এলাকায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অপরিকল্পিত বসতি ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এসব এলাকায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে বছরের প্রায় ছয় মাস জলাবদ্ধতায় জীবনযাপন করতে হয় তাদের। এতে শিক্ষার্থী, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরিদর্শনে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নায়াব ইউসুফ সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নিতে নির্দেশ দেন।
Leave a Reply