রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ৯ নম্বর জার্সি গায়ে তুলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এনড্রিক। গঞ্জালো গার্সিয়াকে পেছনে ফেলে এই জার্সি নিজের করে নিয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।
লুকা মডরিচের বিদায়ের পর রিয়ালের ১০ নাম্বার জার্সি বেছে নেন কিলিয়ান এমবাপ্পে। এতে খালি হয়ে পড়ে ৯ নম্বর জার্সি। এই জার্সি পাওয়ার দৌড়ে ছিলেন ক্লাব ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা গার্সিয়া। তবে শেষ পর্যন্ত এনড্রিকেই আস্থা রেখেছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সি ক্লাব ইতিহাসে বিশেষ মর্যাদার। আলফ্রেদো দি স্তেফানো, হুগো সানচেজ, রোনালদো নাজারিও থেকে শুরু করে করিম বেনজেমা—সবাই এই জার্সিতে লিখেছেন গোলের ইতিহাস। সেই উত্তরাধিকার এবার এনড্রিকের কাঁধে।
Leave a Reply