ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রিয়াল মাদ্রিদের নতুন নাম্বার নাইন এনড্রিক

Doinik Kumar
আগস্ট ৯, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ৯ নম্বর জার্সি গায়ে তুলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এনড্রিক। গঞ্জালো গার্সিয়াকে পেছনে ফেলে এই জার্সি নিজের করে নিয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

লুকা মডরিচের বিদায়ের পর রিয়ালের ১০ নাম্বার জার্সি বেছে নেন কিলিয়ান এমবাপ্পে। এতে খালি হয়ে পড়ে ৯ নম্বর জার্সি। এই জার্সি পাওয়ার দৌড়ে ছিলেন ক্লাব ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা গার্সিয়া। তবে শেষ পর্যন্ত এনড্রিকেই আস্থা রেখেছে রিয়াল মাদ্রিদ।

দ্য অ্যাথলেটিক-এর খবর অনুযায়ী, লা লিগার নতুন মৌসুম শুরু হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে এনড্রিককে নাম্বার ৯ হিসেবে উন্মোচন করবে রিয়াল। যদিও ট্রান্সফার উইন্ডোর শুরুর দিকে তাকে ধারে পাঠানোর কথাও ভাবছিল ক্লাব। যেখানে মূল আক্রমণভাগে এমবাপে ও গার্সিয়াকে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়।

রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সি ক্লাব ইতিহাসে বিশেষ মর্যাদার। আলফ্রেদো দি স্তেফানো, হুগো সানচেজ, রোনালদো নাজারিও থেকে শুরু করে করিম বেনজেমা—সবাই এই জার্সিতে লিখেছেন গোলের ইতিহাস। সেই উত্তরাধিকার এবার এনড্রিকের কাঁধে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।