ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Doinik Kumar
আগস্ট ৬, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকভাঙ্গা

 

ফরিদপুরের ভাঙ্গায় সাপের কামড়ে কালাম মাতুব্বর (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চর দুয়াইর গ্রামে সাপের কামড়ের শিকার হন তিনি। কালাম মাতুব্বর ওই গ্রামের বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালাম মাতুব্বর বাড়ির পাশের পুকুরে পাট জাগ দিতে গেলে পানিতে থাকা একটি সাপ তাকে কামড় দেয়।

পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। এরপরও তিনি সুস্থ না হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নাসিরাবাদ ইউপি সদস্য আব্দুল হক হাওলাদার বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কালামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।

কিন্তু তাকে মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজে না নিয়ে ভাঙ্গা উপজেলা শহরে তার শ্বশুরবাড়ি নেওয়া হয়। বুধবার সকালে কালাম মাতুব্বর আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।