ফরিদপুরের ভাঙ্গায় সাপের কামড়ে কালাম মাতুব্বর (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চর দুয়াইর গ্রামে সাপের কামড়ের শিকার হন তিনি। কালাম মাতুব্বর ওই গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালাম মাতুব্বর বাড়ির পাশের পুকুরে পাট জাগ দিতে গেলে পানিতে থাকা একটি সাপ তাকে কামড় দেয়।
পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। এরপরও তিনি সুস্থ না হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
Leave a Reply