নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
দেবাশীষ বাছাড়, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, থানার ওসি খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও ফারজানা আক্তার বলেন, বিভিন্ন জটিলতায় জন্ম-মৃত্যু সনদ নিতে উপজেলার জনগনের ভোগান্তি হতো। কিন্তু জন্ম ও মৃত্যু সনদ কিভাবে সহজে জনগন পেতে পারে সে বিষয়ে আমরা কাজ করি। জনগনের ভোগান্তি দূর করতে নতুন নতুন পরিকল্পনা করছি। জনসাধারণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
Leave a Reply