নিজস্ব প্রতিবেদক, সালথা
ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় মো: হুসাইন কারিকর নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী-বাউশখালী সড়কের মৌলভীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু যদুনন্দী গ্রামের মৌলভীপাড়ার মো: নাজমুল কারিকরের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ির ভেতর থেকে খেলতে খেলতে যদুনন্দী-বাউশখালি সড়কের ওপর ওঠে যায় শিশু হুসাইন। এ সময় একটি ট্রলি গাড়ি তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।
এদিকে শিশুটিকে চাপা দেয়ার পর স্থানীয়রা ট্রলিসহ ড্রাইভার ও হেলপারকে আটক করে পুলিশে দেয়।বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: আতাউর রহমান বলেন, ট্রলিচাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ওই ট্রলি গাড়িসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply