নিজস্ব প্রতিবেদক, সালথা
গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ। এতে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি অধ্যাপক মিজানুর রহমান, মজলিসে শুরা সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তরিকুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী নসরুসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুরাদ বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করিনি। অর্থনৈতিক, ধর্মীয় ও নাগরিক স্বাধীনতার জন্য কোরআনের পথে ফিরতে হবে। জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে বেকারত্ব দূর, শিক্ষা ও চিকিৎসা খাতে সরকারিভাবে সেবা নিশ্চিত করা হবে।” তিনি আরও দাবি করেন, দেশের ৮০% মানুষ ইসলামের পক্ষে রায় দিচ্ছে এবং জামায়াতই পারে জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে।
Leave a Reply