বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

নগরকান্দা টিটিসিতে অতিথি শিক্ষকদের দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় স্থায়ী শিক্ষকরা

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯.৫৩ এএম
  • ৩০ জন সংবাদটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরের নগরকান্দা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) এ্যাসেট প্রকল্পের অধীনে অস্থায়ীভাবে নিয়োজিত কিছু অতিথি শিক্ষকের বিরুদ্ধে দৌরাত্ম্য, প্রতিশ্রুতি ভঙ্গ এবং প্রতিষ্ঠানবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন অভ্যন্তরীণ শিক্ষকরা।
খুলনা মহিলা টিটিসি থেকে সংযুক্ত সিনিয়র ইন্সট্রাক্টর নিশীত কুমার রায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বরাবর অভিযোগপত্রে জানান, কোর্স পরিচালনায় অভ্যন্তরীণ শিক্ষকের সঙ্গে অতিরিক্ত অতিথি শিক্ষক যুক্ত করা হয় এবং সম্মানী ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়েও তা পরবর্তীতে অস্বীকার করা হয়।
তিনি অভিযোগ করেন, অতিথি প্রশিক্ষক অমিত মল্লিক, জেসানুর রহমান আকাশ, রাশেদুল আলম ও সাইফুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠান ও প্রশিক্ষকদের সুনাম ক্ষুণ্ণ করছেন। এমনকি কয়েকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে সিনিয়র ইন্সট্রাক্টর প্রদীপ কুমার কর জানান, তিনি মার্চ ২০২৫-এ দায়িত্ব নেন এবং অভিযুক্তরা পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থী হওয়ায় তাদের অভিযোগ ভিত্তিহীন। তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে চালানো অপপ্রচার এবং জোরপূর্বক সম্মানী আদায়ের অপচেষ্টা প্রত্যাখ্যান করে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আলোক কুমার সাহা বলেন, “এটি মূলত ভুল বোঝাবুঝির বিষয়। ইউএনও মহোদয়ের ডাকে বৃহস্পতিবার এক বৈঠকে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হবে। বর্তমানে তেমন কোনো সমস্যা নেই।”
সংশ্লিষ্ট মহলে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভ্যন্তরীণ প্রশিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION