চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ম্যানেজার, ডিউটি ম্যানেজার, মেডিকেল অফিসার (আরএমও), মেডিকেল অফিসার, ফ্লোর নার্স, ওটি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি এন্ড ইমেজিং), মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং অফিসার (মহিলা/পুরুষ), একাউন্টস অফিসার, কম্পিউটার অপারেটর (মহিলা/পুরুষ), রিসিপশনিষ্ট (মহিলা/পুরুষ), ফার্মাসিস্ট, ডাক্তার এটেনডেন্ট (মহিলা), গাড়ি চালক/এ্যাম্বুলেন্স ড্রাইভার, ইলেক্টিশিয়ান, ওয়ার্ড বয় অথবা ওয়ার্ড আয়া এবং নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে।
🙩 আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৩ ই আগষ্ট ২০২৫ ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সদ্যতোলা দুইকপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চরভদ্রাসন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, চরভদ্রাসন, ফরিদপুর শাখায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
🖛 বিঃদ্রঃ উল্লেখিত ০৩ ও ০৪ নং নিয়োগের জন্য ০১৭১৭৮২২৯৬০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
🖙 যে কোন প্রয়োজনে নিম্ন লিখিত মোবাইল নাম্বারে যোগাযোগে করুন-০১৭২০৩২০১০৯। (ডযধঃংঅঢ়ঢ়)
পরিচালক
চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,
চরভদ্রাসন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, চরভদ্রাসন, ফরিদপুর।
Leave a Reply