ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নতুন চুলের সাজে জোড়া গোল নেইমারের

Doinik Kumar
আগস্ট ৫, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চুলের স্টাইল বদলানো কিংবা পায়ের জাদু দেখানো, দুই দিক দিয়েই মাঠে ও মাঠের বাইরে আলোচনায় থাকেন নেইমার। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন হেয়ারস্টাইলে নজর কেড়েছেন, আর মাঠে ফিরেই উপহার দিয়েছেন জোড়া গোল।

আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন কিছুদিন আগে। তবে ফেরার পর থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এবার চোট কাটিয়ে ফিরেই ঝলক দেখালেন। মঙ্গলবার ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে এনে দিলেন ৩-১ গোলের জয়। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম জোড়া গোল পেলেন নেইমার। সবশেষ বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সিতে ৫-১ গোলের জয়ে করেছিলেন জোড়া গোল।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচ খেলেছেন। আর প্রায় দুই বছর পর আবারও এক ম্যাচে পেলেন জোড়া গোলের স্বাদ। মাঠে ফিরেই এমন পারফরম্যান্সে সমর্থকদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পুরনো নেইমারের আভাস।

জয়ের পর ব্রাজিল জাতীয় দলে ফেরা নিয়েও কথা বলেন ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি ও ১০ সেপ্টেম্বর এল আলতোয় বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এ দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল দলে ফেরার আশায় নেইমার বলেন, ‘আমার স্টাইল সবাই জানে। আমাকে এখন পাওয়া যাবে। আমি একজন অ্যাথলেট। এখনো ভালো বোধ করছি। এখন সিদ্ধান্তটি তাদের।’

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়া ব্রাজিল সেপ্টেম্বরেই শেষবারের মতো বাছাইপর্বে মাঠে নামবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।