ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাজিরায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Doinik Kumar
আগস্ট ৪, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক  শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে জাজিরা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশাররফ বেপারী জাজিরার দক্ষিণ বাইকশা গ্রামের মৃত আলাউদ্দিন বেপারীর ছেলে।

 

জাজিরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলা     আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জাজিরা থানার এসআই বাহাউদ্দিন বাবলার নেতৃত্বে জাজিরা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।   এ ছাড়াও তার বিরুদ্ধে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

 

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এছাড়াও এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তার নামে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।