ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে

Doinik Kumar
আগস্ট ৩, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর

দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জাহিদ সরকার জানান, গত ৫ আগস্ট বোচাগঞ্জ থানা এলাকায় চুরি ও অস্ত্র সংযোগের ঘটনার পর থানা রক্ষিত ১১টি বন্দুক, ৩টি রিভলবার, বন্দুকের গুলি ১৮৮টি, রিভলবারের গুলি ২১টি ও ২২ বোর রাইফেলের গুলি ৩৩৮টি পাওয়া যায়নি। এর মধ্যে শুধুমাত্র বন্দুকের গুলি ৭টি উদ্ধার করা হয়েছে। ওসি হাসান জাহিদ সরকার বলেন, “হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে থানা পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে।” তবে এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, “গুলি উদ্ধার হয়েছে মাত্র ৭টি। তাহলে বাকি বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি কোথায়? ওসি সাহেব কি নিশ্চিত অস্ত্রের হিসাব ঠিক আছে? না কি এসব অস্ত্র উদ্ধারের আগেই কোনো বড় ঘটনা ঘটবে?” স্থানীয় একজন মন্তব্য করেন, “যারা অস্ত্র থানায় জমা দিয়েছে, বাকি অস্ত্রগুলো তাদের কাছেই রয়েছে। তাদের না ধরলে, নিজেরা এসে থানায় অস্ত্র জমা দেবে—এটা ভাবাটা বোকামি।” এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত বাকি অস্ত্র উদ্ধারে জোর অভিযান পরিচালনা করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।