খান মোঃ আঃ মজিদ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মডেল মসজিদ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভোক্তভোগী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ১ আগস্ট শুক্রবার বিকেলে সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা।
পরিদর্শনের সময় নির্মাণস্থলে গাঁথুনির কাজে বিভিন্ন ত্রুটি ও নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ার না আসা পর্যন্ত গাঁথুনির কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিকভাবে যাচাই-বাছাই করে এবং প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জনসাধারণের দৃষ্টিতে স্বচ্ছতা ও নির্মাণমান নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণে তদারকির ঘাটতির কারণে সরকারি অর্থের অপচয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের উপস্থিতিতে আরও তদন্ত হবে বলে জানা গেছে।
Leave a Reply