ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ 

Doinik Kumar
আগস্ট ৩, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামদিয়া বেনীমাধব বিপিন চন্দ্র (বিএমবিসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুজ্জামান শেখ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দ আলী আজম, এছাড়া শিক্ষকবৃন্দও বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বর্তমানে অনেক শিক্ষার্থী মোবাইল ও ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে আরও মনোযোগী হন এবং বিদ্যালয়কে বিশ্রামের জায়গা না ভাবেন-এটা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারছে না। এই পরিস্থিতিতে অভিভাবক ও শিক্ষক-দুই পক্ষেরই সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”সমাবেশে নারী ও পুরুষ উভয় অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আলোচনার শেষে সকলে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।