সোমীর কান্তি বিশ্বাস, বালিয়াকান্দি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেয়ারা হোসাইন এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সালাহউদ্দিন লস্করসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অবৈধভাবে মাটি কেটে সড়ক চলাচলের অনুপযোগী করে জনদুর্ভোগ বাড়ানোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া অনুমোদনহীন ওষুধের দোকান, করাতকল, ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
ওসি মো. জামাল উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকলেও মাদক লেনদেন এখন মোবাইল ফোনের মাধ্যমে হচ্ছে। জঙ্গল ইউনিয়ন থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অকেজো সিসি ক্যামেরা মেরামত ও নতুন করে স্থাপনের সুপারিশ করা হয়।
ডা. ফারুক হোসেন জানান, বেশ কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছে এবং অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে রোগীদের ক্ষতি হচ্ছে। এছাড়া বর্তমানে উপজেলায় কোভিড পরীক্ষার কিট নেই বলেও জানান তিনি।
সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, আত্মহত্যা, অপহরণসহ নানা অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সদরের চার রাস্তার মোড়ে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও আলোচনা হয়।
Leave a Reply