নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে ২০২২-২৩ শিক্ষা বর্ষের এসএসসি ও এইচএসসি বা সমমান শ্রেনীর মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলার মোট ১৮ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি হিসেবে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাকসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ ইয়াহিয়া। উপজেলায় শিক্ষার মান উন্নয়নে অন্যান্যর মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান শিক্ষক মোঃ মোজাহারুল হক, কাজী আবু সেলিম, মোঃ শামসুদ্দিন আহাম্মেদ, অগ্নিস্বর মন্ডল, মোঃ লুৎফর বিশ্বাস, মোঃ লুৎফর রহমান, শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও মোবাস্বেরা আক্তার প্রমূখ।
জানা যায়, উপজেলার মোট ১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রদান করা হয়। এমধ্যে চরভদ্রাসন সরকারি কলেজের ০৭ জন শিক্ষার্থী, উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ০৩ জন, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ে ০১ জন, বাহারুল উলুম দাখিল মাদ্রাসার ৪ জন, বিশ্বাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের ০২ জন ও চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ০১ জন সহ মোট ১৮ জন শিক্ষার্থীর মাঝে অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রদান করা হয়।
Leave a Reply