নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটি খাল কুলা গ্রামে টানা ভারী বর্ষণের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ায় অন্তত সাত-আটটি বাড়ি পানির নিচে তলিয়ে যায়। জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি ওয়াজ মাতুব্বর কালভার্টের মুখে মাটি ও বাঁধ দিয়ে পানি চলাচলের পথ বন্ধ করে দেন। এতে করে আশপাশের বাড়িঘরে পানি ঢুকে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। এসিল্যান্ড মোবাইলে নির্দেশ দেন জামালপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোখলেসুর রহমানকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিতে।
এসিল্যান্ড এহসানুল হক শিপন বলেন, “স্থানীয় ওয়াজ মাতুব্বর নিজের সুবিধার্থে কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছিল। এতে কয়েকটি বাড়ি তলিয়ে যায়। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিই।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply