নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। এতে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের নেতাকর্মীদের হাতে সদস্য সংগ্রহ ও নবায়নের ফরম হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী হারুন-অর-রশীদ হারুন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা আবু জাফর মিয়া। বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি নেয়া হয়েছে। এতে তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
Leave a Reply