নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা কালীবাড়ি এলাকার বাসিন্দা মো. আশিক মল্লিক (২৭) গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠু মল্লিক ও মোসাম্মাৎ সালেহা বেগমের ছেলে।
আশিকের ছোট ভাই মেহেদী হাসান জানান, গত ২৯ জুলাই বিকেল ৫টার দিকে আশিক মল্লিক বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পরদিন থেকেই আশিকের ব্যবহৃত দুটি মোবাইল নম্বর (০১৯৪৭৮৮৮৫৫৪ ও ০১৮৮৩৭৭১৩৫০) বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হলে গত ৩১ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ২২৬৫) করা হয়।
যদি কোনো সহৃদয় ব্যক্তি আশিক মল্লিকের সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৯৫৯০২৭৫৮২ অথবা ০১৭৭২২৩৮০৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply