ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ‘মাদার অফ জুলাই’ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

Doinik Kumar
আগস্ট ৩, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে ‘মাদার অফ জুলাই’ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মেহেরুন নিশা স্বপ্না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জান শরিক মিঠুর মা হানুফা আলম, শহীদ সিরাজুল বেপারীর মা ও স্ত্রী, শহীদ শামসু মোল্লার স্ত্রী মেঘলা বেগম, আহত যোদ্ধা সজীব ইসলামের মা, যোদ্ধা জাকিয়া ফারজানা, কাজী রিয়াজের মাতা, কাজী জেবা তাহসিন, আরএম হৃদয়, সোহেল রানা, সাব্বির হোসেন খান, রাফিউল ইসলাম সিয়াম, জান্নাতি খানমসহ অনেকে।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক ঘটনা, যেখানে বহু তরুণ দেশের স্বৈরশাসনের বিরুদ্ধে জীবন বিসর্জন দিয়েছিলেন। তারা অভিযোগ করেন, আজও এই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি, বরং শহীদ পরিবারের সদস্যরা নানা হয়রানির শিকার হচ্ছেন। তাদের সন্তানদের হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার আজও হয়নি বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, “পরিবারের একজন সদস্য হারানোর যন্ত্রণা কেবল ওই পরিবারের সদস্যরাই বোঝেন। একজন মা জানেন, তার সন্তানের শূন্যতা কতটা তীব্র।” তারা আরও বলেন, “আমরা আমাদের সন্তানদের রক্তের মূল্য চাই, তাদের আত্মত্যাগের স্বীকৃতি চাই।” আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তোলেন বক্তারা। তারা বলেন, “এই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে ওই সময়ের আন্দোলন, ত্যাগ ও বেদনার চিত্র তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।