নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতী নদীর তীব্র ভাঙনে টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামে দেখা দিয়েছে চরম আতঙ্ক। ইতোমধ্যেই ইকড়াইল গ্রামের একটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে।
ঝুঁকিতে রয়েছে আরও ১০টি মসজিদ, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, খামার, হাটবাজার ও শত শত একর ফসলি জমি।
শিকারপুর, টিটা পানাইল, কুমুরতিয়া, ইকড়াইল ও টিটা গ্রামজুড়ে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। অনেক পরিবার ইতোমধ্যে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। স্থানীয় কৃষক কৃষ্ণ মণ্ডল ও নিজাম শেখ জানান, তাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
পরিস্থিতি পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার, ইউএনও রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। ইউএনও রাসেল ইকবাল জানান, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।
এদিকে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে কয়েক দিনের মধ্যেই পুরো পাঁচটি গ্রাম নদীগর্ভে হারিয়ে যেতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
